খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

খুলনায় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন বিকেএসপি

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৬ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসবকে সামনে রেখে অনুষ্ঠিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্টের ৭ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি টেনিস দল। টুর্নামেন্টে মোট ৮টি ইভেন্টের মধ্যে ৭টিতে বিকেএসপি’র খেলোয়াড়রা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় অনুষ্ঠিত টেনিস টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-১৩ বিভাগে বিকেএসপি’র মৃদুল ও রংপুরের রায়হান রোজা আর অনূর্ধ্ব-১৬ ইভেন্টে বিকেএসপি’র মৃদুল ও রাফিয়া চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ ও মহিলা এককে বিকেএসপি’র আবুল হাসেম হাসিব ও রেশমি তঞ্চগা এবং পুরুষ ও মহিলা দলগত ইভেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২দিনব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব ও একাডেমি হয়ে ২২ টি দলের মোট ১৩৪ টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় খুলনা বিকেএসপি’র উপ-পরিচালক মোঃ শাহাদৎ হোসেন ও বিকেএসপি টেবিল টেনিস বিভাগের কোচগণ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ