খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

‘ডেভিল হান্ট’ অভিযান

কেসিসি’র সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:০৬ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৫


‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকা থেকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহদাত হোসেন মিনাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সারাদেশের ন্যায় মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে।
কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাঃ আহসান হাবীব জানান, গ্রেফতারকৃতরা হল দৌলতপুরের মধ্যপাড়া কুয়েট পুলিশ ফাঁড়ি মেইন রোডের মোঃ ইউসুফ সরদারের ছেলে কেসিসি’র সাবেক কাউন্সিলর শাহদাত হোসেনমিনা (৫৫), হরিণটানা থানার রাজবাঁধ এলাকার মনোরঞ্জন রায়ের পুত্র তালিকাভুক্ত সন্ত্রাসী পবিত্র রায় (৪৫), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার এলাকার দেব প্রসাদ দাসের পুত্র জয়ন্ত কুমার দাস (৩৮) এবং লবনচরার মোজাহিদপাড়ার শেখ গোলাম মোস্তফার ছেলে মোঃ ইশারাত হোসেন (৪৫) ।
প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বর্তমান সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ফলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতের নির্দেশে গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ