খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজী স্কুল

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৪ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশহিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে  গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। 
বুধবার প্রথমে ব্যাট করতে নেমে খুলনা জিলা স্কুল ৪২.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪২ রান করে। দলের পক্ষে আরেফিন সিদ্দিক সবের্ক্ষাচ ২৮ রান করে। গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মুন্সি শাহরিয়ার ২১ রানে ৪ উইকেট লাভ করে। জবাবে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৩৬.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। দলের পক্ষে রাকিবুল ইসলাম অপরাজিত ৫১ রান করে। খুলনা জিলা স্কুলের মানসিব ১৯ রানে ৩ উইকেট লাভ করে। গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের রাকিবুল ইসলাম সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেড খুলনা রিজিওন এর ভিপি এন্ড রিজিওনাল হেড তারিকুল হাসান তুষার ও জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার। জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব  মোঃ বকতিয়ার রহমান গাজী এর সভাপত্বি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সদস্য মেহেদী হাসান রোহানসহ অংশগ্রহনকারী দলের প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ