খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

বিজিবির মহানুভবতা

বাংলাদেশি মৃত মায়ের মুখ দেখার সুযোগ পেলেন ভারতীয় নাগরিক মেয়ে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


বিজিবি’র মহানুভবতায় বাংলাদেশি মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসরত মেয়ে ও তার পরিবারের সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় নাগরিক শরিফা বেগম (৪৮) তার মৃত মা আছিয়া বেগম (৮০) এর মুখ শেষবারের মতো দর্শন করেন। 
বিজিবি সূত্র জানায় আছিয়া বেগম দেবহাটা উপজেলা সদরে বসবাস করতেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। মেয়ে শরিফা বেগম বসবাস করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট এলাকায়। মায়ের মৃত্যুর খবর শুনে শেষবারের মতো তার মুখ দেখার জন্য উদগ্রীপ হয়ে পড়েন মেয়ে শরিফা বেগম ও তার আত্মীয়-স্বজনরা। ভারতে বসবাসরত মেয়ে শরিফা বেগম শেষ বারের মত মৃত মাকে দেখার অনুরোধ জানায়। আবেদনের প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩ এর কাছে জিরো পয়েন্টে  মৃত নারীর মেয়ে ও আত্মীয় স্বজনের সাথে বেলা দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত দেখা করার ব্যবস্থা করা হয়। এ সময় একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় এবং আত্মীয় স্বজনদের শেষ দেখার সুযোগ করে দেয়ায় উপস্থিত জনসাধারণ বিজিবির এরূপ মানিবিক কাজের প্রশংসা করেন।
এ সময় বিজিবির পক্ষে সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন খান ও ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতানসহ বিজিবি সদস্যরা এবং ভারতীয় বিএসএফ ১০২ ব্যাটেলিয়ানের ঘোজাডাঙ্গা কোম্পানী কমান্ডার এসি কুমারসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করেছেন। 

্রিন্ট

আরও সংবদ