খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

একুশে বইমেলা, খুলনা’র ১২তম দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


একুশে বইমেলা, খুলনা’র ১২তম দিন অতিবাহিত হলো । মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। বইয়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিকেলে বইমেলার মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। মেলামঞ্চের সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে ছিল  দু’টি সাংস্কৃতিক সংগঠন ও ১টি আবৃত্তি সংগঠনের পরিবেশনা। প্রথমে আবৃত্তি অনুষ্ঠান পরিবেশন করে আবৃত্তি সংগঠন ‘ধ্র“বতারা’ এর  বাচিক শিল্পীবৃন্দ। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘ ধ্র“পদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি ’ এর শিল্পীবৃন্দ। সবশেষে ‘নৃত্যাঞ্জলী সাংস্কৃতিক একাডেমি’র নৃত্যশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তানিয়া সুলতানা ও তাসনিম তাবাসসুম।

 

্রিন্ট

আরও সংবদ