খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

কেসিসির উদ্যোগে নগরীতে অবৈধ দখলদারদের অপসারণ

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকালে নগরীর ক্লে রোড ও যশোর রোডের অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। 
অবৈধ দখল অপসারণকালে নগরীর ক্লে রোডে ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ফল ব্যবসায়ী মোঃ পলাশ ও মোঃ হাসানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মোঃ মানিককে ৩ হাজার টাকা এবং মাঠা ও জুস বিক্রেতা মোঃ হুসাইনকে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। 
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ নগর পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে। 

্রিন্ট

আরও সংবদ