খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন পাকিস্তানের তিন জন

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৫৮ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচের পর শাস্তি পেলেন শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।

বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জেতা ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান লংঘন করেছেন এই তিন খেলোয়াড়। তাই তাদেরকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা।

পেসার শাহীনকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে ইচ্ছাকৃতভাবে ব্যাটার ম্যাথু ব্রিটজকেকে সিঙ্গেল নিতে বাধা দেন। তাতে দুজনের মধ্যে শারীরিক সংঘর্ষ ও উচ্চবাচ্যও হয়েছে।

পরের ওভারে টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তার খুব কাছে গিয়ে উস্কানিমূলক উদযাপন করেন সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান। দুজনকে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিসিপ্লিনারি রেকর্ডে এই তিন খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এই তিন জনের কারোরই অপরাধ ছিল না।

সবাই তাদের শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনও প্রয়োজন পড়ছে না।

্রিন্ট

আরও সংবদ