খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

কালীগঞ্জে দাফনের ৮ বছর পর কবর থেকে হোমিও ডাক্তারের মরদেহ উত্তোলন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০৫:৫১ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


ঝিনাইদহে আদালতের নির্দেশে দাফনের ৮ পর কবর থেকে মাজিদ হোসেন (৫০) নামের এ হোমিও ডাক্তারের মরদেহ উত্তোলন করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। মাজিদ হোসেন উপজেলার রাড়িপাড়া গ্রামের তাবারক আলী বিশ্বাসের ছেলে। 
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার রাড়িপাড়া গ্রাম থেকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহীন আলমের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল মরদেহটি উত্তোলন করেন।

জানা যায়, ২০১৭ সালে ৫ মার্চ কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে আপন চাচাতো ভাই সাজ্জাদ হোসেনের বাড়িতে মারা যান মাজিদ হোসেন। সে সময় ময়না তদন্ত ছাড়াই মাজিদ হোসেনের মরদেহ দাফন করে তার পরিবার। মাজিদ হোসেনকে হত্যা করা হয়েছে দাবি করে ঝিনাইদহের আদালতে মাজিদ হোসেনের আপন ছোট ভাই আব্দুল আলিম সাজিদ হোসেনকে আসামি করে ২০২৪ সালের সেপ্টম্বর মাসে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঝিনাইদহ জেলা ম্যাজিষ্ট্রেট মো আব্দুল আওয়াল মৃত্যুর সঠিক কারন জানতে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহীন আলম জানান, মৃত্যু'র ঘটনায় আদালতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে গত বছর। আদালতের নির্দেশেই মরদেহ উত্তোলন করা হয়েছে। আমার সাথে তদন্ত কর্মকর্তাসহ একজন ডাক্তার উপস্থিত আছেন। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

্রিন্ট

আরও সংবদ