খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

মোংলায় অপারেশন ডেভিল হান্টে আটক ৫

মোংলা প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


অপারেশন ডেভিল হান্ট-এ মোংলায় কোস্ট গার্ড ও পুলিশ ৫ জনকে আটক করেছে। বুধবার রাতভর অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, অপারেশন “ডেভিল হান্টে বৃহস্পতিবার মধ্যরাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও মোংলা থানা পুলিশ চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে হাশেম ফকির (৪৮), মোঃ সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়। আটক সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে মোংলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) ও মোঃ জসিম (২৭) কে আটক করা হয়। দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ