খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

তালার চাঁদাবাজি মামলায় আ’লীগ নেতা আব্দুর রব গ্রেফতার

তালা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৫


তালার জালালপুর গরুর হাটে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সৈনিকলীগের সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান।
থানা সূত্রে জানায়, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে গরুর হাটের একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে এক বিএনপি নেতা ২৭ জন নামীয় আসামিসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, চাঁদাবাজি মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ