খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

রূপসায় বিএনপি নেতা হেলালের পক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে উপহার প্রদান

রূপসা প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৫


রূপসা উপজেলার তিলক খ্রিষ্টিয়ান স¤প্রদায়ের সেবক সমিতি আয়োজিত ১৬তম বার্ষিক সভায় কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপহার প্রদান করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, বিএনপি নেতা মিন্টু শিকারি, মাসুম রেজা, মঞ্জু শিকারি, মাসুদ হাওলাদার, মামুন হালদার, মহবক্ষত শেখ, আসলাম গোলদার, শামিম মোল্যা জাবেদ শেখ, সবুজ শেখ, ইমরান শেখ, শাহাদাত শেখ, সোবহান শেখ, মারুফ শেখ, আরিফুল শেখ, বিকাশ পাল, দেবপ্রসাদ, জয় নোটন বাড়ই, রক্সি বাইন, দানিয়েল অধিকারী, হেবল রায়, হারান বালা, টমাস সরকার, জেমস অধিকারী, আশিষ বাড়ই প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ