খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

মোংলা ইউএনওকে অপসারণের দাবিতে আল্টেমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

মোংলা প্রতিনিধি |
০১:০২ এ.এম | ১৪ ফেব্রুয়ারী ২০২৫


উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের অপসারণের দাবিতে মোংলা উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এর আগে ইউএনওকে বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন তারা। 
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে উপজেলা পরিষদের সামনে তারা এই কর্মসূচি পালন করেন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক ইউএনওকে দ্রুত অপসারণ করে নেওয়া বলে এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
পুলিশ ও আন্দোলনকারীরা জানায়, বুধবার নিজ উপজেলা পরিষদ কার্যালয়ে আ’লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে গোপনে মিটিং করায় ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এ সময় ইউএনও আফিয়া শারমিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্ররা। ইউএনওকে আজকের (বৃহস্পতিবার) মধ্যে প্রত্যাহার করা না হলে উপজেলা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্র, বিএনপি ও নাগরিক কমিটি। ঘটনাস্থালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে ছিল নৌবাহিনী ও থানা পুলিশ।
এদিকে বিকেলে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে দ্রুত মোংলা থেকে অপসারণ করে নেয়া হবে জেলা প্রশাসকের এই আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 
উলে­খ্য, বুধবার বিকেল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণরে দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। 

্রিন্ট

আরও সংবদ