খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

গণগ্রন্থাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শহিদ জিয়া ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


গণগ্রন্থাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রোববাার সন্ধ্যা ৬টায় খালিশপুরে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে স্বাধীনতার মহান ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। 
খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল নগরীর সাবেক সহ-সভাপতি, খুলনা সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মলি­ক জাহিদুল ইসলাম। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সম্মানিত যুগ্ম-আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ স, ম আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র নগর কমিটির সদস্য এস এম আব্দুর রহমান ডিনো, কবি ও সংগঠক মোঃ জুবায়েদ হোসেন, নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আধুনিক কবি কে, এম সেলিম, সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আমির হামজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন জবেদ, কবি, ছড়াকার আসাদুজ্জামান রানা, কবি ও বিএনপি নেত্রী  কাওসারী জাহান মঞ্জু, মহানগর মহিলা দলের কোষাধ্যক্ষ রাশিদা আক্তার ময়না, ইঞ্জিনিয়ার রবি, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মুন্না, আসাদুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মলি­ক জাহিদুল ইসলাম। দোয়া মাহফিল শেষে দুই শতাধিক দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।  
 

্রিন্ট

আরও সংবদ