খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

নগর জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


নগরীর খালিশপুরের কাশিপুর তরফদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে শনিবার রাতে ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
ওয়ার্ড আমীর আব্দুল­াহ আল মামুনের সভাপতিত্বে সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আউয়াল, মুনসুরুল আলম চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিস সেক্রেটারি কাজী বায়েজিদ, যুব সেক্রেটারি মান্জারুল ইসলাম, ১০নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার হোসেন, ১২নং ওয়ার্ড আমীর মাওলানা আরিফ বিল­াহ, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা আসাদুজ্জামান, ৭নং ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আতিয়ার রহমান, ডা. মনিরুজ্জামান ও আব্দুল মালেক প্রমুখ। 
সম্মেলনের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে তোলেন খুলনার ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ