খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

মহানগর বিএনপি’র সম্মেলনের তফসিল ঘোষণা

সভাপতি পদে একক হলেও সম্পাদকে বাড়ছে প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |
০১:২৪ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


দীর্ঘ ১৬ বছর পর মহানগর বিএনপি’র সম্মেলনকে সামনে রেখে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে। নতুন নেতৃত্ব নির্বাচনে গতকাল রোববার তফসিল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা এখন পর্যন্ত একক প্রার্থী হলেও প্রতিদ্ব›িদ্বতা বাড়ছে সাধারণ সম্পাদক পদে। নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ বাবু ও কাজী মাহমুদ আলী, যুবদলের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরের নাম শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে।
দলীয় সূত্রে জানা গেছে, আহŸায়ক কমিটি গঠনের তিন বছর পর আগামী ২৪ ফেব্র“য়ারি সার্কিট হাউস ময়দানে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি করা হয়েছে।
রবিবার দুপুরে খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার এড. মাসুদ হোসেন রনি তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল রোববার রাত ৯টায় ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও সন্ধ্যায় জমাদান, আগামীকাল মঙ্গলবার সকালে যাচাই-বাছাই ও বিকেলে প্রত্যাহার করা যাবে। একইদিন সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সম্মেলনের নির্বাচিত কাউন্সিলর অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মহানগর বিএনপি’র মিডিয়া সেলের আহŸায়ক মিজানুর রহমান মিলটন জানান, মূলত দলের পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরের ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে। 
নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ওয়ার্ড ও থানা সম্মেলন শেষে আমরা নগর সম্মেলনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা একটি সুন্দর সম্মেলন করতে চাই। ইতিমধ্যে সম্মেলন সফলে ২১টি উপ-কমিটি করা হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মীরা এসব কমিটি কাজ করছেন।
মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, উৎসব মুখর পরিবেশে মহানগর বিএনপি’র সম্মেলন হবে শতভাগ শান্তিপূর্ণ। দলে নেতৃত্ব সৃষ্টির প্রতিযোগিতা থাকতেই পারে; তবে ব্যক্তিগত প্রতিদ্ব›িদ্বতা বা বৈরিতা নেই। তৃণমূলের ভোটে মহানগর বিএনপি’র শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হবে একটি ‘রোল মডেল’।
২১টি উপ-কমিটি : সম্মেলন সফলে বিএনপি ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিসমূহ হলো : অর্থ উপ-কমিটি আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সদস্য বদরুল আনাম খান। প্রচার উপ-কমিটির আহবায়ক মাসুদ পারভেজ বাবু, যুগ্ম-আহবায়ক বিপ্লবুর রহমান কুদ্দুস। প্রকাশনা উপ-কমিটির আহবায়ক একরামুল হক হেলাল, সদস্য সচিব কে এম হুমায়ুন কবীর। শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য সচিব মোল­া ফরিদ আহমেদ। সাজ-সজ্জা উপ-কমিটির আহবায়ক শেখ সাদী, সদস্য সচিব জাকির ইকবাল বাপ্পি। আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক ফখরুল আলম, সদস্য শের আলম সান্টু। আবাসন উপ-কমিটির আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক রকিবুল ইসলাম বকুল, এড. শফিকুল আলম মনা। যোগাযোগ উপ-কমিটির আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান। মিডিয়া উপ-কমিটির আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক নূর ইসলাম বাচ্চু, সদস্য সচিব কে এম এ জলিল। দপ্তর উপ-কমিটির আহবায়ক শরিফুল ইসলাম টিপু, সদস্য জাহাঙ্গীর হোসেন। স্মরণিকা উপ-কমিটির আহবায়ক কাজী মাহমুদ আলী, সদস্য সচিব মিজানুর রহমান মিলটন। ভেন্যু ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন, সদস্য সচিব হাফিজুর রহমান মনি। স্বাস্থ্য উপ-কমিটির আহবায়ক ডাঃ রফিকুল হক বাবলু, সদস্য সচিব ডাঃ আবু জাফর মোঃ সালেহ পলাশ, অভ্যার্থনা উপ-কমিটির আহবায়ক এড. শফিকুল আলম মনা, ডেলিগেট কার্ড যাচাই-বাছাই উপ-কমিটির আহবায়ক আবুল কালাম জিয়া। দাওয়াতপত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা ও এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার।

্রিন্ট

আরও সংবদ