খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

ছাত্র-জনতার আন্দোলনের মুখে

পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের নৌকার চেয়ারম্যানের পদত্যাগ

পাইকগাছা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


পাইকগাছায় ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে আন্দোলনের মুখে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাড়ুলী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 
জানা গেছে শনিবার ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে বাঁকা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে রবিবার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি জানাজানি হলে আন্দোলনকারীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগপত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনপত্রটি পাঠাবো।

্রিন্ট

আরও সংবদ