খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

রূপসায় আজিজুল বারী হেলাল

দেশ ও জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা

রূপসা প্রতিনিধি |
০১:৫৩ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন দেশ ও জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদন্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদন্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদের প্রকৃত শিক্ষাই শিক্ষিত হতে হবে এবং সেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়া প্রযুক্তিগত শিক্ষাই শিক্ষা অর্জন করে বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে চ্যালেঞ্জ করতে হবে যে আমরাও পিছিয়ে নেই।
তিনি গতকাল রবিবার বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন বিগত সরকার ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আরিফুর রহমান আরিফ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল­াহ। 
শিক্ষক সরদার মামুনুল হক তাপসের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক পার্থ প্রতীম মন্ডল, জেলা বিএনপি নাজমুস সাকিব পিন্টু, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা তুহিন, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম বকুল, বিএনপি নেতা আনিসুর রহমান, সাইফুল ইসলাম পাইক, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, জেলা মহিলা দলের সদস্য সচিব সেতারা বেগম, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সিহাবুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক শেখ আলাউদ্দিন আহম্মেদ, এস এম সাইফুল ইসলাম, গাজী বিলাল উদ্দিন, রুনা লায়লা, মাসুদা সুলতানা, বিএনপি নেতা ফরিদ সরদার, হাবিবুর রহমান বেলাল, আকতার আলী, শামীম হাসান, জহিরুল হক শারাদ, শেখ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, আবুল কাশেম কালা, আঃ সালাম মলি­ক, ইন্দ্রজিত চক্রবর্তী, মাসুম সিদ্দিকী, ইলিয়াস মলি­ক, হাবিবুর রহমান বিল­াল, মোঃ জাহাঙ্গীর আলম, মাঈনুল হাসান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ