খুলনা | শনিবার | ২২ ফেব্রুয়ারী ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১

বিপিএইচসিডিওএ খুলনার বিভাগীয় সম্মেলন ও মেডিকেল ট্রেড ফেয়ার

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৫


বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) খুলনা জেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ খুলনা বিভাগীয় সম্মেলন ও মেডিকেল ট্রেড ফেয়ার-২০২৫ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিওএ বিভাগীয় কমিটি ও খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান। 
খুলনা বিভাগের অন্তর্ভুক্ত ৮টি জেলা হতে প্রায় চাঁর শতাধিক ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ, সরকারি-বেসরকারি চিকিৎসকগণ ও খুলনা শহরের সম্মানিত গুণীব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানের সঞ্চালনায়ে ছিলেন বিপিএইচসিডিওএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ডাঃ গৌতম রায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মঞ্জুর আলম।  
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের খুলনা জেলার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান।
 

্রিন্ট

আরও সংবদ