খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫২ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুলের ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।   
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। সে কারণে নিয়মিত লেখা-পড়ার পাশাপাশি সুস্থ সবল দেহ গঠনে শিক্ষার্থীদের ক্রীড়ানুশীলনে মনোযোগী করতে অভিভাবকদের যতœবান হতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাঙ্গন ও নিজ বাড়ির আঙ্গিনাসহ সর্বত্র পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের ভ‚মিকা রাখার আহবান জানান। 
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ