খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপসার আমদাবাদ যুব জাগরণী সংঘের ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৩ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৫


বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রূপসার আমদাবাদ যুব জাগরণী সংঘ ও আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৪ দিনব্যাপী ১৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমদাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। 
এর আগে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক  মোল­া সাইফুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল  ইসলাম বাবলু, সিনিয়র শিক্ষক লিপিকা সাহা ও সেলিম মোল­ার উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহŸায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ম- আহবায়ক আনসার আলী বিশ্বাস, রয়েল আজম, রবিউল ইসলাম ও কালাম গোলদার নৈহাটী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ জাহিদুল ইসলাম রবি, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, বিএনপি নেতা ফিরোজ মেম্বর, মনিরুল ইসলাম মনি, মোঃ বাবুল শেখ, মুন্না সরদার, যুবদল নেতা ফরহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ হোসেন, মোহাম্মদ এনায়েত হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মিন্টু শিকারি, অহিদুজ্জামান, মোহাম্মদ তারেক শেখ বাবু, ইবাদুল ইসলাম, মানিক, মহাসিন, মোঃ তারেক শেখ বাবু, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন আমদাবাদ যুব জাগরণী সংঘের সভাপতি শ্রমিক দল নেতা মোঃ তরিকুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ