খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

খুলনা পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৩ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা পাবলিক কলেজের মঙ্গলবার বেলা ১টায় প্রতিষ্ঠানের কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার খুলনা পাবলিক কলেজের বোর্ড অব গভর্নরসের সহ-সভাপতি মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, এএসসি। 
প্রধান অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে ছাত্রদেও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন এবং মাদক ও সন্ত্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক শঙ্কর প্রসাদ ঘোষ। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।
 

্রিন্ট

আরও সংবদ