খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাইকগাছা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

পাইকগাছা প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০১ মার্চ ২০২৫


উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে পাইকগাছা স্পোর্টিং ক্লাব। এনিয়ে ক্লাবটি ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর অধিনায়ক হিসেবে জিকো ৫ বার। ফ্রেন্ডস ফেডারেশন ব্যাচ ২০০৩ শুক্রবার সকালে এর আয়োজন করে। 
পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা স্পোর্টিং ক্লাব বনাম সাতক্ষীরার তালা ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলায় টসে জিতে তালা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২৫ ওভারের ২১ ওভার খেলে পাইকগাছা স্পোর্টিং ক্লাব ১২৪ রানে অলআউট হয়। ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তালা ক্রিকেট একাদশ। ২০ ওভার ৫ বলে ৭৮ রানে গুটিয়ে যায় তালার ইনিংস। ফলে ৪৬ রানে জয় পায় পাইকগাছা স্পোর্টিং ক্লাব। 
উজ্জ্বলের বন্ধু সাবেক কাউন্সিলর রবিশংকর মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। রাহাত এম আর আই-এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পিএসবি সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, (অবঃ) শিক্ষক অখিল কুমার সরকার, অব. উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা প্রভাত কুমার দাশ, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, আসমা আহম্মেদ, উজ্জ্বলের পিতা অনাথবন্ধু সরদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, সাংবাদিক পূর্ণচন্দ্র মন্ডল, ব্যাংকার হাদিসুজ্জামান। এসময় রানা, সজীব, গোপাল মন্ডল, অরবিন্দু, দিবেন্দু, বিশ্বজিৎ, ফয়সাল আহমেদ সনি, প্রসূন বাবু, ইয়াসমিন, প্রদ্বীপ, নাদিম, মোহন, উজ্জ্বলের ভাই টুটুলসহ কাছের মানুষেরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, অসীম সানা ও ইসমাইল হোসেন। অফিসিয়াল স্কোরার তাপস কুমার মন্ডল ও অনির্বাণ। ধারাভাষ্য দেন রইছ খান ও এড. মঞ্জুরুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ