খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯.৮৫

খবর প্রতিবেদন |
১০:৩৩ পি.এম | ০৬ মার্চ ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। মানবিকে ৫৭১৪ জন, বিজ্ঞানে ৪৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন পাস করেছেন।  

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষার ইউনিট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মানবিকের ১৭০৭ আসন, বিজ্ঞানের ৯৪৪ আসন এবং ব্যবসায় শিক্ষার ২৮৩ আসন নিয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফল জানা যাবে যেভাবে
পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর-এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়া গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা 
(ক) পাস করা ছাত্র/ছাত্রীদের আগামী ২৪ মার্চ বিকেলে ৩টা হতে ১৬ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

্রিন্ট

আরও সংবদ