খুলনা | রবিবার | ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১

মোংলায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, থানায় মামলা

মোংলা প্রতিনিধি |
০৫:৪০ পি.এম | ১০ মার্চ ২০২৫


মোংলায় খাবারের প্রলোভন দিয়ে ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ধর্ষন মামলায় দুই দফায় জেল খাটা এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে মোংলা থানায়  মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মোংলা পৌর শহরের ১ নং ওয়ার্ড মেছের শাহ সড়কে।

থানার মামলার এজাহার সুত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ড মেছের শাহ সড়কের মামার বাসায় বসবাস করতের বাবা হারা অসহায় এ শিশুটি। মা গার্মেন্সে চাকরী করায় মামার বাসায় বসবাস করতো শিশুটি। রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি বাসার সামনে খেলা করছিল। এসময় চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায় প্রতিবেশী মোঃ মালেক ফকির (৪৫)। ঘরে নিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে শিশুটি কান্না ও ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে লম্পট মালেক ফকির কৌশলে পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। শিশু যৌন নির্যাতনে অভিযুক্ত মালেক একই এলাকার মৃত শামছু ফকিরের ছেলে।

মালেকের বিরুদ্ধে গত প্রায় আড়াই বছর পূর্বে অন্য এক শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ায় প্রায় দুই বছর কারাগারে ছিলেন বলেও এজাহারে উল্লেখ আছে। গতকাল রোববার রাতে মামা মোঃ শাহআলম মোল্লা বাদি হয়ে মালেকের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করে। তবে ঘটনার পর পরই লম্পট মালেক ফকির পলাতক রয়েছে।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানায়, পৌর শহরের ১নং ওয়ার্ডের মেছের শাহ সড়কের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে পেয়েছি।  আসামী মালেক ফকিরে বিরুদ্ধে নারী ও শিশু  নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ০৬। আসামী মালেক ফকিরকে দ্রুত আইনের আওতায় আনতে গ্রেফতার অভিযান চলছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

্রিন্ট

আরও সংবদ