খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে খানজাহান আলী থানা জামায়াত ইসলামীর ইফতার মাহফিল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১২ মার্চ ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতা নয়, দুনিয়াতে আল­াহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহŸান জানান। 
মঙ্গলবার বিকেলে খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ আশরাফুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি  মোস্তফা আল মুজাহিদ।  
সেক্রেটারী গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ, জেলা শিবিরের সভাপতি আবু  ইউসুফ ফকির, সেক্রেটারী মোঃ ইলিয়াজ হোসেন, হ্যামকো গ্র“পের পরিচালক মোঃ কবির হোসেন তালুকদার, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, খানজাহান আলী থানা জামায়াতের অফিস সেক্রেটারী আল ইমরান, ইউপি সদস্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, ইঞ্জিঃ সাব্বির হোসেন, মাওলানা শরিফুল ইসলাম মাওলানা আবুল বাশার জিহাদী, হাফেজ  আব্দুস সাত্তার, শেখ জাকারিয়া হোসেন, মাওলানা এমদাদুল­াহ মাশরুর,  অধ্যক্ষ গাজী মারুফুল কবির, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ