খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

কলারোয়ায় টায়ারের গুঁড়া ব্যবহার করায় ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ১২ মার্চ ২০২৫


সাতক্ষীরার কলারোয়ায় কয়লার পরিবর্তে টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পরিবেশ দূষণকারী একটি ইটভাটায় টাস্কফোর্সের অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে কলারোয়ার সোনাবাড়িায়া এলাকায় এসবি ব্রিক্স নামের একটি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ টায়ারের গুঁড়া জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকায় এসবি ব্রিক্স নামের একটি ইটভাটায় কয়লার পরিবর্তে টায়ারেট গুঁড়া ব্যবহার করে পরিবেশ দূষণ করা হচ্ছে এমন খবর জানতে পারে বিজিবি। পরে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টাস্কর্ফোস সোমবার বিকালে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবি’র পক্ষে নায়েব সুবেদার মোঃ শামীম আলম, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৭ ধারা মোতাবেক এসবি ব্রিক্স এর মালিক কপিল দেব সরকারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কয়লার পরিবর্তে গাড়ীর টায়ারের গুড়া ব্যবহারের জন্য মেশিনের মাধ্যমে গুঁড়া করা বিপুল পরিমাণ টায়ারের গুঁড়া মজুদ পাওয়া যায়। যার আনুমানিক  মূল্য ২৫ লাখ টাকা। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ