খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

বিএনপিতে দখলবাজ ও চাঁদাবাজের ঠাঁই নাই : আজিজুল বারী হেলাল

দিঘলিয়া প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ১২ মার্চ ২০২৫


কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি সর্বদা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। শান্তি এবং সমৃদ্ধির দল হিসাবে বিএনপি সারাবিশ্বে পরিচিত। এ কারনে বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলো তখন এদেশের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতো। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবা দিঘলিয়ায় সঠিক ভাবে পেতে পারে সে বিষয়ে গুরুত্বের সাথে কাজ করা হবে। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে যাতে আগামীর বাংলাদেশে দিঘলিয়ার মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ দেশের উন্নয়ন করতে হলে বিএনপিকে একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিতে কোনো দখলবাজ ও চাঁদাবাজের ঠাঁই নাই। যদি কেউ বিএনপি’র নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি পবিত্র রমজান মাসে বিএনপি’র সকল নেতা-কর্মীকে জনহিতকর কর্মকান্ড করার জন্য আহŸান জানান। 
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে দিঘলিয়া উপজেলার হাজীগ্রাাম ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, সাবেক জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, উপজেলা আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মলি­ক, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, যুগ্ম-আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, মোল­া বিল­াল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোল­া নাজমুল হক, মোল­া মনিরুজ্জামান, ওয়াহিদুজ্জামান রানা, আবেদ মোল­া, কুদরতে ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. সেতারা বেগম, গাজী মনিরুল ইসলাম। ডাঃ হাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

্রিন্ট

আরও সংবদ