খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

রমজানে মাগফিরাতের অপূর্ণ সুযোগ

মুফতি রবিউল ইসলাম রাফে |
০১:৫০ এ.এম | ১২ মার্চ ২০২৫


আজ ১১ রমজান। শুরু হলো মাগফিরাতের বা ক্ষমার দশক। রমজান মাস আমাদের জন্য নিয়ে আসে মাগফিরাত বা পাপ মোচনের অপূর্ব সুযোগ। কবির ভাষায়, “সাগর-নদীর ক‚ল-কিনারায় ফেনা ভেসে আসে, রমজানের এই বরকত মাসে পাপ চলে যায় ভেসে”। যে এই মাসে নিজের গোনাহ মাফ করাতে পারল না আল­াহর রসুল (সাঃ) তাকে হতভাগা হিসেবে উলে­খ করেছেন। বিশিষ্ট সাহাবী কায়াব বিন উজরা (রাঃ) হতে বর্ণিত আছে, একদিন হুজুর (সাঃ) এরশাদ করলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হলাম। অতঃপর হুজুর (সাঃ) যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন বললেন, আমীন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল কর।  আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন, আমীন। পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠে বললেন, আমীন। খোৎবা শেষে যখন হুজুর (সাঃ) মিম্বর হতে অবতরণ করেন, আমরা জিজ্ঞাসা করলাম হুজুর!  আজ মিম্বরে উঠার সময় যা কিছু শুনলাম তা’ ইতিমধ্যে কখনও শুনি নাই। হুজুর (সাঃ) এরশাদ করলেন, এই মাত্র হযরত জীবরাঈল (আঃ) এসে বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যে রমজান  পেল অথচ তার গোনাহ মাফ হলো না, আমি বললাম আমীন। অর্থাৎ তাই হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জীবরাঈল (আঃ) বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া সত্তে¡ও আপনার প্রতি দরূদ পড়লো না। আমি বললাম আমীন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জীবরাঈল (আঃ) বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যে তার মাতাপিতা অথবা উভয়ের একজনকে বার্ধক্যে পেল আর সে তাদের খেদমত দ্বারা নিজেকে  জান্নাতে পৌঁছাতে পারলো না। আমি বললাম আমীন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল কর (হাকিম)। এই হাদিসে তিনটি জিনিষের গুরুত্ব দেওয়া হয়েছে। রমজান মাসে গোনাহ মাফ করানো, নবী করীম (সাঃ) এর প্রতি দরূদ পেশ এবং মাতাপিতার খেদমত করা। তাই আসুন, আমরা সবাই মিলে এই মহিমান্বিত মাসে এই তিনটি কাজ বেশী বেশী করি এবং মহান আল্লাহর মাগফিরাত হাসিল করি। 
লেখক: আরবী সাহিত্যিক ও মুহাদ্দিস, জামি’য়া ইসলামিয়া মারকাযুল উলূম, বাগমারা, খুলনা।

্রিন্ট