খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

‘আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে চলাচল করছে ফেরি’

ঝপঝপিয়া ফেরি পারাপার টোল ইজারার ৪৩ লক্ষ টাকা জমা পড়েনি রাষ্ট্রীয় কোষাগারে!

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ১২ মার্চ ২০২৫


দাকোপ ও বটিয়াঘাটা সীমানা ঝপঝপিয়া ফেরি পারাপার টোল ইজারার ৪৩ লক্ষ টাকা সরকারি কোষাগারে পরিশোধ না দেওয়ার অভিযোগ উঠেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও অদৃশ্য ইশারায় এখনো আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে চলাচল করছে ফেরি। 
জানা যায় দাকোপ উপজেলা ও বটিয়াঘাটা উপজেলার সীমানার বাংলাদেশ সড়ক বিভাগ ঝপঝপিয়া নদীতে ফেরি পারাপার টোল আদায় জন্য ২০২০ সালে তিন বছরের জন্য নিহা এন্টারপ্রাইজের প্রোপাইটার হুমায়ূন আহমেদ প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকায় ইজারায় অংশগ্রহণ করেন। ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশ সড়ক বিভাগে ৪৩ লক্ষ জমা না দিয়ে এখন পর্যন্ত ফেরির টোল আদায় করে যাচ্ছে। 
আরও জানা গেছে, ইজারা গ্রহণ করা ব্যক্তির নিকট থেকে মোটা অংকের টাকা বিনিনিময় ফেরি সাবলীজ গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাবশালী নেতারা। 
স্থানীয় এলাকাবাসী জানায় সরকার কর্তৃক নির্ধারিত টোল না নিয়ে কয়েক গুণ বেশি টোল আদায় করছে। জনগণের ভোগান্তি পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশে অনেক নিয়ম নীতির পরিবর্তন হলেও এখনো আওয়ামী লীগের দোসরদের কবলে চলছে ঝপঝপিয়া নদীতে ফেরি পারাপার টোল আদায় । 
স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, একজন সাবেক সেনা সদস্য আওয়ামী দোসর ও একজন জনপ্রতিনিধি উক্ত ঘাট ও ফেরি পরিচালনা কররছে। কোন কথা বলতে গেলেই বিভিন্ন রকম হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বর্তমানে বিএনপি’র সাবেক সভাপতি নিয়ন্ত্রণ করছে ফেরী ঘাটটি। 
তদন্ত পূর্বক বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়াও ফেরির ইজারা বাতিল করে ৩০ জুন পর্যন্ত টোল আদায়ে কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলছেন স্থানীয়রা। বিষয়টি সড়ক বিভাগের  উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভাগীয়  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ঝপঝপিয়া ফেরি ঘাট ব্যবহারকারী ও স্থানীয়রা।
 

্রিন্ট

আরও সংবদ