খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

রূপসা ঘাটের পূর্বপাড়ে পুরাতন পন্টুনের বিভিন্ন অংশ রাতের আঁধারে হরিলুট!

আল মাহমুদ প্রিন্স |
০২:০৩ এ.এম | ১২ মার্চ ২০২৫


খুলনার রূপসা ঘাটের পূর্বপাড়ে পার্কিং করা নতুন পন্টুনের বিভিন্ন অংশ কেটে রাতের আঁধারে হরিলুট করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুুপুরে ঘাট এলাকায় গেলে ট্রলার মাঝিরা এমন অভিযোগ তুলেছেন। 
সরেজমিনে জানা গেছে, রূপসা ঘাট (খেয়াঘাট) এলাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ লাঘবে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র উদ্যোগে গত ৬ মার্চ রূপসা ঘাটের পশ্চিমপাড়ে  এবং ৮ মার্চ পূর্বপাড়ে দু’টি নতুন পন্টুন স্থাপন করা হয়েছে। তবে দুইপাড়ে নতুন পন্টুন স্থাপন করা হলেও এখনো সংস্কার করা হয়নি পুরাতন গ্যাংওয়ে। পুরাতন গ্যাংওয়ের বিভিন্ন স্থানে পরিণত হয়েছে ছোট-বড় গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী। দুর্ঘটনা এড়াতে যেসব স্থানে গর্তে পরিণত হয়েছে সেসব স্থানে ফেলে রাখা হয়েছে প্লাস্টিকের ক্যারেট ও কাঠের বেঞ্চ। ট্রলার পারাপারে গ্যাংওয়ে দিয়ে মোটরসাইকেল ও ভ্যান আনা-নেওয়া করতে গেলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। 
এদিকে রূপসা ঘাটের দুইপাড়ে পার্কিং করে রাখা হয়েছে দু’টি পুরাতন পন্টুন। জানা গেছে, পুরাতন পন্টুন দু’টি খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। পন্টুন দু’টি দেখাশোনার জন্য রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জনবল না থাকায় রাতের আঁধারে পন্টুনের বিভিন্ন অংশ কেটে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। সরেজমিন পরিদর্শন করলে এর সত্যতা মিলবে। ইতোমধ্যে রূপসা ঘাটের পূর্বপাড়ে পার্কিং করে রাখা পন্টুনের বিভিন্ন অংশ থেকে লোহার তৈরি এ্যাংগেল, পন্টুনের উপরে একাধিক ঢাকনাসহ বিভিন্ন অংশের লোহা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। যা দেখার কেউ নেই। 
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত মাঝি সংঘের সভাপতি মোঃ হালিম শেখ বলেন, ‘রাতের আঁধারে পুরাতন পন্টুনের বিভিন্ন জায়গা থেকে লোহার তৈরি এ্যাংগেল, পন্টুনের উপরের একাধিক ঢাকনাসহ বেশকিছু লোহা কে বা কারা কেটে নিয়ে গেছে। তিনি বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যদি পুরাতন পন্টুন রক্ষণাবেক্ষণের জন্য রাতে যদি লোকজন পাহারা না দেয় তাহলে এভাবে চুরি হতে থাকবে। এভাবে চুরি হতে থাকলে মাঝি মাল­াদের ঘাড়ের উপর দুর্নাম চাপিয়ে দিতে পারে।  

্রিন্ট

আরও সংবদ