খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

অভয়নগরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১৩ মার্চ ২০২৫


অভয়নগরে আরিয়ান নামের দেড় বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান উপজেলার মাগুরা গ্রামের শামিম হোসেনের ছেলে।
জানা গেছে বাড়ির উঠানে খেলার ছলে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগের ডাঃ শিশুটির মামি রুবিনা বেগম জানান, আরিয়ানের বাবা সকালে কাজে চলে যায়, মা বড় মেয়েকে পাশে স্কুলে দিয়ে বাড়ি এসে আরিয়ানকে না পেয়ে খুঁজতে থাকে। পরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে শিশুটির পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপর দিকে উপজেলার বুইকরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা (১০) দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে এলে তার মৃত্যু হয়। রুকসানার পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের ডাক্তারের অবহেলায় তার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজিব বলেন হাসপাতালে পৌঁছানোর আগেই বাচ্চা দু’টির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

্রিন্ট

আরও সংবদ