খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডুমুরিয়া বিএনপি নেতা সালামকে শোকজ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ১৩ মার্চ ২০২৫


ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মহলদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় শোকজ করেছে খুলনা জেলা বিএনপি। 
গতকাল বুধবার জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেনো দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হবে না কারণ দর্শাও নোটিশ প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে, গত ১১ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনটির অভিযোগ সত্য প্রমাণিত হলে আব্দুস সালাম মহলদার দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলীয় আদর্শ ভঙ্গের শামিল অপরাধ করেছেন। ফলে কেন দলীয় পদ, প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে না তা এ নোটিশ প্রাপ্তির দুইদিনের মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত জবাব দপ্তর সেলে জমা দিতে নির্দেশনা দেয়া হয়।

্রিন্ট

আরও সংবদ