খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

দিঘলিয়ার চার ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ১৩ মার্চ ২০২৫


দিঘলিয়া উপজেলার চারটি ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু ও যুগ্ম-আহবায়ক আব্দুর রকিব মলি­ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষিত প্রস্তুত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলেও উলে­খ করেন। 
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্বান্ত হয়। উপজেলা আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন, এড. মোমরেজুল ইসলাম। 
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মলি­ক, যুগ্ম-আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল­া বেল­াল হোসেন, গাজী জাকির হোসেন, মোল­া নাজমুল হক, মোল­া মনিরুজ্জামান, শেখ মোসলেম, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
দিঘলিয়া উপজেলার চার ইউনিয়নের প্রস্তুতি কমিটির আহবায়কদের নাম ঘোষণা করা হয়েছে এরা হলেন, ১নং গাজীরহাট ইউনিয়নে আহবায়ক মোঃ বাদশা গাজী, সম্মানিত সদস্য বাবু রামপ্রসাদ অধিকারী। ২নং রাকপুর ইউনিয়নে আহবায়ক মোঃ ইমরান হোসেন, সদস্য মোঃ আলম চৌধরী। ৩নং দিঘলিয়া ইউনিয়নে আহবায়ক শেখ হাফিজুর রহমান, সম্মানিত সদস্য মামুন রেজা অপু। ৪নং সেনহাটি ইউনিয়নে আহবায়ক শেখ মোসলেম ইদ্দিন, সদস্য খন্দকার ফারুক প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ