খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

ডুমুরিয়ার আটলিয়া ও রুদাঘরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৩ মার্চ ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়ার আটলিয়া ও রুদাঘরা ইউনিয়ন শাখার ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটরি মুন্সি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মুক্তার হোসাইন। সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কার সিদ্দিকী, মাওলানা ইউসুফ আযাদী, মাওলানা বাহারুল ইসলাম, শিবির সভিপতি তানভীর হাসান, রবিউল ইসলাম বুলু, আব্দুল জলিল, মাওলানা মনিরুল ইসলাম, সাইকুল হাসান লিমন, শিক্ষক রুহুল আমিন প্রমুখ। 
এদিকে উপজেলার রুদাঘরা ইউনিয়ন জামায়াতের আয়োজনে শোলগাতিয়া শহীদ মুত্তালিব একাডেমি মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মোস্তফা কামালের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল­া, উপজেলা নায়েবে আমির গাজী মোঃ সাইফুল­াহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাস্টার আব্দুর রশিদ বিশ্বাস, মাওলানা বজলুর রহমান, রুদাঘরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন মোল­া, আলমগীর হোসেন, ইসলামী আন্দোলনের শফিউল­াহ মোল­াসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ