খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

পুলিশে ফ্যাসিস্টের দোসর শাস্তির বদলে পদোন্নতি কেন?

|
১২:২২ এ.এম | ১৪ মার্চ ২০২৫


ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা ৫ আগস্টের পর আত্মগোপন করলেও পুলিশের যেসব প্রভাবশালী সদস্য আ’লীগের শাসনামলে গত সাড়ে ১৫ বছর নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছেন, তারা বহাল তবিয়তে রয়েছেন। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন পুলিশের এমন শতাধিক কর্মকর্তা ৫ আগস্টের পর রাতারাতি ভোল পালটে হয়ে গেছেন বিএনপি ও জামায়াতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে বাগিয়ে নিয়েছেন পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ। অন্যদিকে মেধা, জ্যেষ্ঠতাসহ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকার পরও পুলিশের উলে­খযোগ্যসংখ্যক কর্মকর্তা বিগত সরকারের আমলে বঞ্চিত ছিলেন, তারা এখনো বঞ্চিত আছেন। খোদ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশ্ন-আ’লীগের আমলে ভোট ডাকাতির সঙ্গে পুলিশ বাহিনীর যেসব সদস্য সরাসরি জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?  
বিশ্লেষকদের মতে, পুলিশ বাহিনীর যেসব সদস্য বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে জুলাই গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, আমরা মর্যাদাশীল একটি পুলিশের অবস্থান চাই। যেখানে সরকার পরিবর্তনের পরও যেন পুলিশের মর্যাদা অক্ষুন্ন থাকে। অপকর্মের দোসর হয়ে কোনো পুলিশ সদস্যকে যেন পালাতে না হয়। অনেকের অভিযোগ, পুলিশে কর্মরত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুগত ও দোসরদের অসযোগিতার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হচ্ছে। বস্তুত বিগত সরকারের আমলে পুরস্কার পাওয়া পুলিশ বাহিনীর সদস্যরা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে পুলিশের অন্য সদস্যদের মধ্যে হতাশা দেখা দিতে পারে। কারণ তখন ফ্যাসিস্ট সরকারের দোসরদেরই নানাভাবে পুরস্কৃত করা হয়েছিল। পুলিশে কর্মরত ফ্যাসিস্টের দোসররা ভোল পালটে গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হতে পারে।  
উলে­খ্য, জুলাই অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক ও বর্তমান ৯৫২ পুলিশ সদস্য আসামি হলেও মাত্র ২৮ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশের বয়স সাত মাস হয়ে গেলেও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় না আনায় নানা প্রশ্ন দেখা দিচ্ছে। আমরা আশা করি, দেশের স্বার্থে বর্তমান সরকার বিগত সরকারের সব দোসরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে।

্রিন্ট

আরও সংবদ