খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ইয়ং টাইগার অনূর্ধ্ব- ১৪ ক্রিকেট টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট দলকে সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৭ এ.এম | ১৪ মার্চ ২০২৫


ইয়ং টাইগার অনূর্ধ্ব- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট বিকেএসপি ক্রিকেট দল ও রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে খুলনার সিনিয়র সাংবাদিক শেষ দিদারুল আলমের সঞ্চালনায় খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী, জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ও মেহরাব হোসেন অপিসহ খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিসিবির কর্মকর্তা, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা, বিকেএসপি ও রাজশাহী ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ