খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

শিশু আছিয়ার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে

খবর প্রতিবেদন |
০১:১৬ এ.এম | ১৪ মার্চ ২০২৫


মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক শোক বার্তায় শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। 
শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, মাগুরায় একটি ন্যাক্কারজনক ঘটনা আট বছরের একটি শিশু আছিয়াকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আছিয়ার শারীরিক খোঁজখবর, চিকিৎসার ব্যবস্থা ও আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দেন। দেশ জুড়ে ভয়াবহ ভাবে বেড়েছে ধর্ষণ। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয়ে কিংবা মান-সম্মানের কারণে প্রকাশ করেন না। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাস করতে হবে।
তিনি বলেন,  দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহŸান। এসব অপরাধের বিরুদ্ধে দ্রæতত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ  তৈরি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দেশে এখন যা চলছে তা মেনে নেয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমি নারী ও শিশুদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তারা এই শোক কাটিয়ে উঠুন। পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

্রিন্ট

আরও সংবদ