খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

৩য় বিভাগ ক্রিকেট লীগে ন্যাশনাল ওয়ের ফেয়ারের জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩২ এ.এম | ১৫ মার্চ ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ এর রেলিগেশন ফোরের খেলায় ন্যাশনাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ৮ উইকেটে টুটপাড়া বয়েজ ক্লাবকে পরাজিত করেছে। 
শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে টুটপাড়া বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করে ৩৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে উৎস মন্ডল সর্বোচ্চ ৬২ রান করেন। ন্যাশনাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মর্ম ৩৫ রানে ৩ ইউকেট লাভ করে। জবাবে ন্যাশনাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ব্যাট করতে নেমে ২২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইবতেসাম সর্বোচ্চ ৫৯ রান করে। টুটপাড়া বয়েজ ক্লাব এর সাকিব ৪ রানে ১ উইকেট লাভ করে।

্রিন্ট

আরও সংবদ