খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

জেলখানা ফেরীঘাট নিয়ে ৩ দপ্তরের বিরোধ

সমস্যা সমাধান না করে টেন্ডার আহবান বন্ধ রাখার অনুরোধ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৬ মার্চ ২০২৫


জেলখানা ফেরীঘাট নিয়ে তিন দপ্তরের বিরোধ নিরসনে টেন্ডার আহŸান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ইজারাদার মেসার্স ধ্র“ব এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানান গত ২০/১১/২৪ তারিখ বিআইডব্লিউটিএ কর্তৃক জেলখানা ফেরীঘাট তাদের দাবি করে একদিন টোল আদায় করে। খুলনা জেলা পরিষদ গত ৫/৩/২০২৫ তারিখ জেলখানা খেয়াঘাট নামে টেন্ডার আহŸান করে। কিন্তু তাদের কোনো খেয়াঘাট নেই। সড়ক ও জনপথ বিভাগ জেলখানার ফেরীঘাটে চতুর্থ টেন্ডারে আহŸান করে। 
মেসার্স ধ্র“ব এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের অধীনস্থ ইজারাদার ধ্র“ব এন্টারপ্রাইজ সুনামের সাথে জেলখানা ফেরীঘাট পরিচালনা করে আসছে। কিন্তু বর্তমান সময়ে এক এক কর্তপক্ষ জেলখানা ফেরীঘাটটি নিজেদের দাবি করায় ইজারাদার মিজানুর রহমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি ইজারাদার ও সাধারণ জনগণের মধ্যে বাকবিতন্ডায় হয়রানি হচ্ছে। এতে জনগণ ও ইজারাদারের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়গুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার সুধীজন, সমাজসেবক ও রাজনীতিবিদদের দৃষ্টি দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর জেলখানা ফেরীঘাটে পরিবহনসহ সহকারী শুল্ক আদায়কারী বলে দাবি করে। এতে তিনি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি তিন দপ্তরের সমন্বয়ে এর সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন।

্রিন্ট

আরও সংবদ