খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

কক্সবাজারে পাট উৎপাদন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন জাতিসংঘের মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক |
০৩:২১ পি.এম | ১৬ মার্চ ২০২৫


কক্সবাজারের জীবিকা ও দক্ষতা উন্নয়ন খাত হিসেবে ক্যাম্প ৫-এ অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত পাট উৎপাদন কেন্দ্রের কার্যক্রম গত শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিদর্শন করেন।

এখানে দক্ষ রোহিঙ্গা শরণার্থীরা উন্নতমানের পাটের হস্তশিল্প তৈরি করছে এবং তাদের নিজস্ব ক্যাফে পরিচালনা করছে। ২০২৩ সাল থেকে এলএসডিএস ৪০ হাজারের অধিক রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ, স্বনির্ভরতা এবং এমএসএমই সুযোগ প্রদানের মাধ্যমে সাবলম্বী করেছে। ৪ লাখ ৬০ হাজার কর্মক্ষম বয়সী এবং স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পৃক্ত হওয়ার সাথে সাথে, সবুজ ও ডিজিটাল দক্ষতা, বাজার সংযোগ এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা সম্প্রসারণ করা হয়েছে। ছোট ব্যবসার আনুষ্ঠানিকীকরণ এবং আয় বৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সাথে ছিলেন ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুম্বুল রিজভী এবং জীবিকা ও দক্ষতা উন্নয়ন খাতের সমন্বয়কারী আশিক কবির।

্রিন্ট

আরও সংবদ