খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

চিতলমারী প্রতিনিধি |
০৩:৪৮ পি.এম | ১৬ মার্চ ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে ধর্ষক ও ব্যাভিচারীদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। রোববার (১৬ মার্চ) দুপুর ২ টার সময় চিতলমারী কওমিয়া মাদ্রাসার সামনে থেকে এ মিছিল শুরু হয়। পরে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজী ক্লিনিকের পাশে এসে এক পথসভা হয়।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা দক্ষিণ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান। চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজ ও সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান।

পথ সভায় বক্তরা বলেন, ‘ধর্ষণের মতো অপরাধ দমনে দ্রæত বিচার নিশ্চিত করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। প্রয়োজনে ইসলামী শরীয়া আইন মোতাবেক ধর্ষকদের বিচার করতে হবে।’
বিক্ষোভ মিছিলে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসমান অংশ গ্রহণ করেন। 

্রিন্ট

আরও সংবদ