খুলনা | সোমবার | ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

যশোরে ইয়াবার মামলায় কারবারী তারেক দত্তরীর ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৬ এ.এম | ১৭ মার্চ ২০২৫


ইয়াবার মামলায় শার্শার মাদক কারবারী তারেক দত্তরীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী শার্শার সমন্ধকাটি গ্রামের মৃত দাউদ দত্তরীর ছেলে। 
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৮ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ স্থানীয় জামতলা বাজারে অভিযান চালিয়ে জনৈক বাবু মন্ডলের মুরগির দোকানের সামনে থেকে তারেক দত্তরীকে আটক করেন। এ সময় তার দেহ তল­াশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ আসামি তাকের দত্তরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তারেক দত্তরী কারাগারে আটক আছে। 

্রিন্ট

আরও সংবদ