খুলনা | সোমবার | ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জরুরি সভা

বিভিন্ন দাবিতে রাজপথ-রেলপথ অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ১৭ মার্চ ২০২৫


ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স হুগলী বিস্কুট কোঃ সহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধ এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিক পক্ষের একের পর এক মিথ্য মামলা দায়েরের প্রতিবাদসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে রাজপথ, রেলপথ অবরোধসহ কর্মসূচি ঘোষণা করেছে।  
রোববার বিকেল ৫টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে বক্তৃতা করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল­াহ তারেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, কাজী মুস্তাফিজুর রহমান, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, ওবায়দুর রহমান, মশরুজ্জামান খান সাবু, মোঃ জাহাঙ্গীর আলম, কেসমত আলী, হাসান, আলাউদ্দীন, একরাম কাগুজী, মুজিবর প্রমুখ।  
সভায় শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। ২১ মার্চ সন্ধায় খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে মশাল মিছিল ও ২৪ মার্চের ভিতরে যদি পাওনা পরিশোধ না করা হয় ২৭ মার্চ সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত ৪ ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ।

 

্রিন্ট

আরও সংবদ