খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় যুবদল নেতা রুবায়েদ

ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে কেউ বিপদগামী হবেন না

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৮ মার্চ ২০২৫


জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলছেন কোন ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে কেউ বিপদগামী হবেন না। ক্ষমতা লোভী জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট দেয়ার নামে দেশের সাধারণ মানুষের সাথে নানা ছলচাতুরী শুরু করেছে। তিনি গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন কৃষক দল আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় গণইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিল্পবে জনরোষে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে পালিয়ে যায় পতিত ফ্যাসিস্ট হাসিনা। এখন তারা নতুন দল এনসিপিদের সাথে আঁতাত করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাই ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে কেউ বিপদগামী হবেন না।
বরুনা বাজার ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দল সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, ইউপি চেযারম্যান মোল­া মাহবুব রহমান, মোঃ আমিনুর রহমান মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জহরুল ইসলাম আকুঞ্জি, সন্দীপ চ্যাটার্জী প্রভাষক মঞ্জুর রশিদ, মাস্টার আইয়ুব আহমেদ, ডাঃ আলমগীর হোসেন, শেখ আব্দুল কাদের, আবু সাঈদ, শেখ শফিকুল ইসলাম, সরদার বিল­াল হোসেন, সাহেদুজ্জামান বাবু, মাস্টার নজরুল ইসলাম, এফ এম রফিকুল ইসলাম, খান আসাদুজ্জামান মিন্টু, এম এম গোলাম সরোয়ার, এস এম নুর ইসলাম, ফয়সাল আহমদ চৌধুরী, শহিদুজ্জান শহিদ, অনিক আহমেদ, হেমায়েত রশিদ খান, শাহদাৎ হোসেন, শফিকুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম, রজব আলি বাওযালী, মুজাহিদ জোয়াদ্দার,শেখ জাকির হোসেন, মুহাসীন খান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এফ এম বাবলু কবির। 

্রিন্ট

আরও সংবদ