খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৮ মার্চ ২০২৫


কপিলমুনিতে গতকাল সোমবার প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে কপিলমুনি বাজারে অটোরাইস মিলগুলোতে অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন সময়ে চালের বস্তায় পাটের তৈরি বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে সুন্দরবন অটো রাইস মিলের মালিককে ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ  প্রদান করেন। এ সময় জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, এসআই সবুর সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্য দোকান, মিলগুলোকে সর্তক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
 

্রিন্ট

আরও সংবদ