খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে ৫ অবৈধ ইটভাটা বন্ধ, ৮ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:২২ এ.এম | ১৮ মার্চ ২০২৫


ঝিনাইদহের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলো বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়। অভিযানে দু’টি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান ও মহারাজপুর ইউনিয়নের খড়িখালি এলাকায় এ অভিযান চলে।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফ আলী ও সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান।অভিযানকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা-৮ এর উপধারা-১ লঙ্ঘনের দায়ে পাগলাকানাই ইউনিয়নের গয়েশপুর গ্রামে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুমের মালিকানাধীন এমএমআর অটো ব্রিকস ও মতিয়ার রহমানের মালিকানাধীন এসএসবি ব্রিকসে ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উভয় ইটভাটায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পাগলাকানাই ইউনিয়নের জামতলা গ্রামে জেএসপি ব্রিকসে অভিযান চালিয়ে ভাটা সংশ্লিষ্ট কাউকে খুঁজে না পাওয়ায় জরিমানা করেনি ভ্রাম্যমাণ আদালত। তবে ভাটার ব্লোয়ার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। 
এদিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নৃসিংহপুর গ্রামে আলম হোসেনের মালিকানাধীন একতা ব্রিকস ও ছালাভরা গ্রামের শরিফুল ইসলামের মালিকানাধীন ভাই ভাই ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ইটকাটা বন্ধ রাখা ও চলতি মৌসুমে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকার করায় ভাটা দু’টিতে জরিমানা করা হয়নি।  
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান বলেন, সোমবার দু’টি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

্রিন্ট

আরও সংবদ