খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

কেসিসিতে ইজিবাইকের ডিজিটাল নম্বরপ্লেট বিতরণ শুরু

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ১৮ মার্চ ২০২৫


খুলনা মহানগরীতে চলাচলের জন্য অনুমোদিত ব্যাটারীচালিত ইজিবাইকের অনুক‚লে কিউআর কোড সংবলিত ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার বিতরণ করা হচ্ছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম সোমবার দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য চলাচলের অনুমতি সংক্রান্ত ব্লুবুক যারা নবায়ন করেছেন শুধুমাত্র তাদেরকে ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার প্রদান করা হচ্ছে। 
উলে­খ্য, ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার গ্রহণকালে নবায়নকৃত ব্লু-বুক ও ইসলামী ব্যাংকে টাকা জমাদানের বিল কপিসহ নগর ভবনের লাইসেন্স (যানবাহন) শাখা হতে সকাল ৯-৩০টা থেকে বেলা ২টার মধ্যে উপস্থিত হয়ে নম্বরপ্লেট ও স্টিকার সংগ্রহ করা যাবে। আগামী ২৭ মার্চ পর্যন্ত বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ৩১ মার্চের পর থেকে ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার বিহীন ইজিবাইক অবৈধ হিসেবে গণ্য করা হবে। 
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) মোঃ দেলোয়ার হোসেন, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।  

্রিন্ট

আরও সংবদ