খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

৩য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন মুজগুন্নী ক্রিকেটার্স

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪০ এ.এম | ২০ মার্চ ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫” এর সুপার ফোরের খেলায় মুজগুন্নী ক্রিকেটার্স ৭৩ রানে নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ২০২৪-২০২৫ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 
বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে মুজগুন্নী ক্রিকেটার্স প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফিন সর্বোচ্চ ৮২ রান করেন। নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাবের অনিক ৪৮ রানে ৫ ইউকেট লাভ করে। জবাবে নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজিজ সর্বোচ্চ ২৯ রান করে। মুজগুন্নী ক্রিকেটার্সের রাহাত ৩২ রানে ৪ উইকেট লাভ করে। লীগের রানার্স-আপ হয়েছে খুলনা ক্রিকেট একাডেমি। সেরা খেলোয়াড়-খুলনা ক্রিকেট একাডেমির রাকিবুল ইসলাম সুমন, সর্বোচ্চ উইকেট-মুজগুন্নী ক্রিকেটার্স এর ফরহাদ হোসেন মুক্তি, সর্বোচ্চ  রান সংগ্রহকারী-ইয়ং খুলনা ব্লুজের মোঃ ইউসুফ হোসেন।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসি-এর ভিপি ও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সহিদুজ্জামান। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন নির্বাহী সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী, সংস্থার সদস্য ও লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ আসিফ হোসেন রিংকু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মোল­া খায়রুল ইসলাম, এস এম জাকির হোসেন, শাহানাজ খাতুন, সাবেক সদস্য মোঃ বেলাল হোসেন, এস ওয়াহিদুর রহমান বাবু, আম্পায়ার এনন্ড স্কোরার এসোসিয়েশনের আহবায়ক খন্দকার হাসিনুর ইসলাম নিক, এক্স ক্রিকেটার এসোসিয়েশনের সভাপতি জুলফিকার আলী খান জুলুসহ অংশগ্রহকারী দলের প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে খুলনা জেলা ক্রিকেট দল টানা ২য় জয় পেয়েছে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে। খুলনা জেলা ক্রিকেট দল ৫ উইকেটে রাজবাড়ী জেলাকে হারিয়ে টানা ২য় জয় লাভ করে। সংক্ষিপ্ত স্কোর-রাজবাড়ী ১৩২/১০-৪৪.০, খুলনা-১৩৩/৫-১৬.২, খুলনার সোহেল সর্বোচ্চ ৫৬ রান করে।
 

্রিন্ট

আরও সংবদ