খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় পানিতে ডুবে ও মসজিদের পিলার ধসে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৬ এ.এম | ২০ মার্চ ২০২৫


সাতক্ষীরায় পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র ও মসজিদের পিলার ধসে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পুকুরে ডুবে ও মঙ্গলবার  বিকেলে বৈকারী বাজার জামে মসজিদের পিলার ধসে পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে। 
মৃত মাদ্রাসার ছাত্র মোঃ রাসেল (১৫) সদর উপজেলার আলিপুর হাটখোলা  এলাকার ফারুক হোসেনের ছেলে। সে কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজ খানায় কোরআন শিক্ষা করতো। নিহত স্কুলছাত্র তাওসিফ হোসেন তাজ (১৩) সদর উপজেলার বৈকারী গ্রামের রওশন জামান বুলবুলের ছেলে। সে বৈকারী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। 
রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভগ্নিপতি ফারুক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ছেলে রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজ খানায় কোরআন শিক্ষা করতো। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেলসহ আরো ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিঁড়ির নিচ চলে গেলে আর উপরে উঠতে পারেনি। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রুত তাদের শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বেলা ১০টার দিকে পুকুরের সিঁড়ির নিচে থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
এদিকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করে বের হয়ে আসার সময় হঠাৎ মসজিদের একটি পুরাতন পিলার ভেঙে তাওসিফ হোসেন তাজ এর মাথায় পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের চাচা বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ বৈকারী বাজার জামে মসজিদ থেকে বের হওয়ার সময় দোতলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুইজন মুসলি­ আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

্রিন্ট

আরও সংবদ