খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান নগর বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ২০ মার্চ ২০২৫


পবিত্র রমজান মাসের শেষার্ধে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক বিভাগের ডিভাইডার দিয়ে যান চলাচলের যে দিক নির্দেশনা দেয়া হয়েছে তাতে ভোগান্তি বেড়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আয়তনের দিক থেকে ছোট হলেও খুলনা নগরীতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। পবিত্র রমজানে ঈদকে সামনে রেখে নগরীর সড়কগুলোতে মানুষের চাপ বেড়েছে। অপরদিকে সড়ক খোঁড়াখুঁড়ি, রাস্তায় নামানো অগণিত ইজিবাইক ও ফুটপাত হকারদের দখলে থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।
গতকাল বুধবার বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহানগরীর গল্লামারী, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, পাওয়ার হাউস মোড়, ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, হাদিস পার্ক মোড়, রয়্যাল মোড়, সাতরাস্তা, রূপসা মোড়সহ বিভিন্ন এলাকায় কমবেশি যানজট লেগেই আছে। নিয়মিত নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। এছাড়া অবৈধ ইজিবাইকের কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নেতৃবৃন্দ খুলনা নগরীর যানজট নিরসনে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে জনবল বৃদ্ধি ও আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহŸান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ